আগামী দুই মাসের মধ্যে দেশে ৫জি পরিষেবা চালু করতে চলেছে জিও। এদিন রিলায়েন্সের এজিএম-এ এমনই ঘোষণা করেন সংস্থার প্রধান মুকেশ আম্বানি। এদিন তিনি বলেন, ‘জিও-র ৫জি পরিষেবা প্রতিটি স্থানে সবাইকে এবং সমস্ত কিছুকে যুক্ত করবে। সর্বোচ্চ মান বজায় রেখে এবং সামর্থ্যের মধ্যে এটা হবে। ভারতকে ডেটা চালিত অর্থনীতিতে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। আমরা চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও 🎶ভারতকে এগিয়ে নিয়ে যাব।’
মুকেশ আম্বানি এদিন বলেন, ‘রিলায়েন্স জিও বিশ্বের দ্রুততম ৫জি রোলআউট প্ল্যান তৈরি করেছে। চলতি বছরের দিওয়ালির মধ্যে আমরা দিল্লি, মুম্বই, চেন্নাই এবং কলকাতার মতো মেট্রো শহর সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে জুড়ে জিও ৫জি চালু করব। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে আমরা ভারতের প্রতিটি শহর, তালুক𒁃া এবং তহসিলে জিও-র ৫জি পরিষেবা পৌঁছে দেব।’ এরপর মুকেশের ছেলে তথা জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন, ‘দেশে ৫জি পরিষেবা চালু করতে জিও ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে।’
সম্প্রতি ৫জি স্পেকট্রামের নিলাম করে কেন্দ্র। আর তাতেই এয়ারওয়েভের স্বত্ব কিনে নেয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। প্রায় ১১ বিলিয়ন মার🍌্কিন ডলারের চুক্তি হয়। প্রাথমিকভাবে মোট ১৩টি শহরে ৫জি পরিষেবা চালু করবে জিও। সেই তালিকায় রয়েছে- দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড়, হায়দরাবাদ, আহমেদাবাদ, গান্ধীনগর, গুরুগ্রাম, মুম্বই, পুনে, চেন্নাই, জামনগর, কলকাতা এবং লখনউ। আগামী অক্টোবরেই দেশে ৫জি রোলআউট হবে বলে জানা গিয়েছে। ধাপে ধাপে দেশের প্রতিটি কোণায় ৫জি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নীলনকশা তৈরি করে ফেলেছে সংস্থা।