নেট নিয়ে টেনশনের দিন শেষ। গণেশ চতুর্থীর দিন বাজারে এসে গেল জিও এয়ার ফাইবার। জিওর পক্ষ থেকে প্রেস রিলিজে জানানো হয়েছে, আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই ও পুনেতে এই জিও এয়ার ফাইবার চালু করা হয়েছে। জিও জানিয়েছে একেবারে বিশ্বমানের হোম এন্টারটℱেনমেন্ট, ব্রডব্র্যান্ড, ডিজিটাল এক♉্সপেরিয়েন্স সবটাই এই পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছে।
কী কী পরিষেবা মিলবে?
১) ৫৫০টির বেশি ডিজিটাল চ্যানেল।
২) ১৬টির বেশি ওটিটি অ্যাপ
৩) হাই স্পিড ওয়াইফাই
৪) পড়াশোনা ও ওয়ার্কফ্রম হোমের জন্য় ক্লাউড পিসি
৫) নজরদারির সুবিধা
৬) স্বাস্থ্য, শ🍰িক্ষা গেমিং, হোম নেটওয়ার্কিংয়ের সুবিধা মি𒆙লবে।
৭) ওয়াই ফাই রাউটার
৮) ৪কে স্মার্ট সেট টপ বক্স
৯) ভয়েস অ্য়াকটিভ রিমোট
আকাশ আম্বানি, (চেয়💮ারম্যান রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড) জানিয়েছেন, আমাদের ফাইবার পরিষেবা ইতিমধ্য়ে ১০ মিলিয়ন গ্রাহকের কাছে গিয়েছে। প্রতি মাসে হাজার হাজার কানেকশন হচ্ছে। তবে আরও লক্ষ লক্ষ বাড়িতে এখনও যেতে হবে। এবার জিও এয়ার ফাইবারের মাধ্যমে আমরা দেশের প্রতিটি বাড়িতে যাব। এখানে বিশ্বমানের পরিষেবা মিলবে।
এবার খরচের ব্যাপারটা একটু দেখে নিন।
জিও এয়ার ফাইবা🐼রের সবথেকে কম রেটটি হল মাত্র ৫৯৯ টাকা। আর সবথেকে বেশি রেট হল ৩ꦡ৯৯৯ টাকা। যদি অত্যন্ত হাইস্পিড নেট চান তবে ১৪৯৯ থেকে ৩৯৯৯ টাকার প্ল্যান নিতে পারেন।
কীভাবে এই জিও এয়ার ফাইবারের সংযোগ নেবেন?
60008-60008 এই নম্বরে ডায়াল করে আপনি বুক করতে পারেন। না হলে আপনি www.jio.com এখানে গিয়ে আপনি বুক করতে পারবেন। অথবা কাছের জিও স্টোরে গিয়ে খোঁজ নিꦗয়ে নিন।
আপনি নতুন কানেকশনের জন্য আবেদন করার পরেই আপনার সঙ্গে জিওর প𒆙্রতিনিধি যোগাযোগ করবেন। তাঁকে আপনি সবটা খুলে বলুন। আপনার কী ধরনের প্রয়োজন। তার উপর নির্ভর করে আপনি আপনার পছন্দমতো প্ল্যানটা বেছে নিন।