গত বছর থেকেই প্রিপেড প্ল্যানের রিচার্জের খরচ বেড়েছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে কম দামের প্ল্যান খুঁজছেন সকলেই। কিন্তু রিচার্জ করার সময়ে অনে🐻কেই বুঝতে পারেন না, কোন প্ল্যানের দাম সবচেয়ে কম। তাছাড়া বিভিন্ন প্ল্যানের দামের সাপেক্ষে মেয়াদ, ডেটা ইত্যাদি আলাদা আলাদা হয়। তাই কোন কোম্পানির প্ল্যানে সবচেয়ে বেশি লাভ, তা বুঝতে পারেন না অনেকে।
এক্ষেত্রে উল্লেখ্য, আমাদের সকলের প্রয়োজনও আলাদা আলাদা। কারও বেশি ডেটা প্রয়োজন। আবার কারও ডেটা সেভাবে লাগে না। কিন্তু বেশি মেয়াদ চাই। কথা বলার জন্যই মূলত স্মার্টফোন ব্ꦕযবহার করেন তাঁরা।
এই প্রতিবেদনে Jio, ভোদাফোন আইডিয়া(Vi) এবং Airtel-এর সবচেয়ে সস্তার তিনটি প্ল্যানের বিষয়ে জানতে পারব💃েন। সেই সঙ্গে থাকছে সেই প্ল্যানগুলির বিষয়ে যাবতীয় তথ্য। এইগুলি এক নজরে দেখে নিন। তারপর নিজেই বিচার করুন, কোন প্ল্যানটি আপনার চাহিদা মাফিক একেবারে আদর্শ হবে।
এয়ারটেলের একটি ৯৯ টাকার প্ল্যান ছিল। তবে সেটি সরিয়ে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে। শুধু তাই নয়, আগামিদিনে প্ল্যানের দাম বাড়াতে পারে Jio ও Vi-ও। চলতি বছরের শেষ নাগাদ বিভিন্ন প্ল্যানের দাম ১০% পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের। আরও পড়♑ুন: মাসে ৬০ GB ডেটা, আনলিমিটেড কল পাবেন🔯 এয়ারটেলের এই দুই প্ল্যানে
সবার আগে জানিয়ে রাখা ভাল, এখানে কোনও প্♑ল্যানই ১০০ টাকার নিচে নেই। অর্থাত্, একেবারে জলের দরে রিচার্জ করার দিন এখন শেষ। তবে তা সত্ত্বেও তুলনামূলকভাবে কিছুটা সস্তাতেই পাবেন এই প্ল্যানগুলি। তাই আসুন, দেখে নেওয়া যাক Jio , Vi এবং Airtel-এর সবচেয়ে সস্তার তিন প্ল্যান।
Vi-এর ১২৯ টাকার প্ল্যান
ভোদাফোন আইডিয়ার এই প্ল্যানে আনলিমিটেড কলিং পাবেন। সেই সঙ্গে মোট 💖২০০ MB ইন্টারনেট ডেটা পাবেন। তবে এই প্ল্যানে SMS পাবেন না। Vi-এর এই প্ল্যানের মেয়াদ ১৮ দিনের।
মেয়াদ: ১৮ দিন
ডেটা: ২০০ MB
Airtel-এর ১৫৫ টাকার প্ল্যান
এয়ারটেলের এই প্ল্যানটিই এই তালিকার সবচেয়ে দামি𒅌 প্ল্যান। এই প্ল্যানের মেয়াদও অবশ্য তুলনামূলকভাবে ꩵবেশি। এয়ারটেলের ১৫৫ টাকার রিচার্জ করলে ২৪ দিনের ভ্যালিডিটি পাবেন। সেই সঙ্গে মোট ১ GB ডেটা পাবেন। ৩০০টি SMS । আনলিমিটেড কলের সুবিধা তো থাকছেই।
মেয়াদ: ২৪ দিন
ডেটা: ১ GB
Jio-র ১১৯ টাকার প্ল্যান
জিও-র এই প্ল্যানটি সবচেয়ে সস্তা। কিন্তু সেভাবে এর ভ্যালিডিটিও কম। ১৪ দিনের ভ্যালিডিটি পাবেন এই প্ল্যানে। মোট ডেটা অনেকটাই- দিনে ১.৫ GB করেℱ। অর্থাত্ এই প্ল্যানে দৈনিক ডেটা পাবেন। এর পাশাপাশি জিও-র বিভিন্ন🎶 অ্যাপের সাবস্ক্রিপশনও পাবেন। এছাড়া ৩০০টি SMS-এর সুবিধা পাবেন এই প্ল্যানে।
মেয়াদ: ১৪ দিন
ডেটা: ১.৫ GB/দিন
কোনটায় দিন হিসাবে গ্রাহকদের সবচেয়ে বেশি লাভ হবে?
- রিলায়েন্স জিও-র ক্ষেত্রে খরচ দিনে ৮.৫ টাকা করে।
- অন্যদিকে, Airtel-এ খরচ পড়বে দিন ৬.৪ টাকা।
- অন্যদিকে Vi-তে প্রতিদিন ৭.১ টাকা করে খরচ হবে।
ফলে এয়ারটেলের এই প্রিপেইড প্ল্যানটিতেই সবচেয়ে কম খরচ পড়বে। তবে Jio-তে রোজ ১.৫ করে ডেটা পাবেন। আরও পড়ুন: Jio, Airtel ও𓂃 Vi-এর সেরা বার্ষিক প্ল্যান এগুলিই, রইল সম্পূর্ণ তালিকা