বিনামূল্যে ৫জি স্পিডের অফুরন্ত ডেটা সহ 🥃দারুণ প্ল্যান লঞ্চ করল রিলায়🔴েন্স জিও। দেশের বড় দুই টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল-এর ঘুম ওড়াতে টেলিকম বাজারে জিও কোম্পানির এই মাস্টার প্ল্যান ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। জিও কোম্পানির এই প্ল্যানটির দাম রাখা হয়েছে মাত্র ১৯৮ টাকা। এই প্ল্যানে রিচার্জ করলে একগুচ্ছ বিশেষ সুবিধা পাবেন।
আরও পড়ুন: (Colin Huang Net Worth: চিনের সবচেয়ে ধনী এই ব্যক্তি, ঘাড়ে নিঃশ্𒀰বাস ফেললেন আম্বানির! কত টাকা রয়েছে তাঁর কাছে)
জিও-এর ১৯৮ টাকার প্ল্যানে বিশেষ কী সুবিধা পাওয়া যায়
২০০ টাকার কম দামের এই নতুন প্ল্যানটি হল টেলিকম অপার🌄েটর জিও- এর লঞ্চ করা সবচেয়ে সাশ্রয়ী অপশন৷
- রিলায়েন্স জিওর এই প্ল্যানটির মেয়াদ ১৪ দিন।
- এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন।
- প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠাতে পারবেন।
- প্রতিদিন ২জিবি করে ডেটা পাবেন।
- দৈনিক ২জিবি ডেটা অনুযায়ী, ১৪ দিনের জন্য মোট ২৮ জিবি ডেটা ব্যবহার করা যাবে।
- জিও-এর এই প্ল্যানে জিওটিভি, জিওসিনেমা এবং জিওক্লাউড বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: (Mar🌺k Zuckerberg: কীভাবে একা𝄹 হাতে সার্চ ইঞ্জিন বানাতে আদিত্যকে উদ্বুদ্ধ করেছিলেন জুকারবার্গ)
এই প্ল্যানে কি সীমাহীন ৫জি ডেটা বিনামূল্যে পাওয়া যায়
জিও এই প্ল্যানে সীমাহীন ৫জি ডেটার সুবিধা দিচ্ছে ঠিকই, তবে এর ব্যবহারকারীদের কাছে অবশ্যই এক💛টি ৫জি সাপোর্ট করে, এমন হ্যান্ডসেট থাকত🎉ে হবে। গ্রাহক যে এলাকায় থাকছেন, সেখানেও ৫জি নেটওয়ার্ক সংযোগ থাকতে হবে।
আরও পড়ুন: (Viral Video: শৌচাগার💮ে লুকিয়ে ছিল ১২ ফুট সাপ, বাথ▨রুমে ঢুকতেই গোপনাঙ্গে মরণ কামড় দিল সে)
এই রিচার্জ প্ল্যান ব্যবহারের বিশেষ শর্ত
উল্লে🦩খ্য, বেসরকারি টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও-র গ্রাহকদের জন্য চালু মতো অফার করা হয়। আসলে, এই ধরনের প্ল্যান তাঁদের জন্য উপযুক্ত যাঁদের কম সময়ে বেশি ডেটা ব্যবহারের প্রয়োজন হয়।
মূলত, জিও তার ২৮ দিনের বৈধতা সহ পুরনো ৫জি প্ল্যানকে পিছিয়ে দিয়ে ১৪ দিনের বৈধতায় সবচেয়ে সাশ্রয়ী এবং রকღম ভাবে সুবিধাজনক এই ১৯৮ টাকার প্ল্যানটি চালু করেছে। এখনও পর্যন্ত এয়ারটেল কিন্ত এই একই পথে হাঁটতে পারেনি। ভারতীয় বাজারে জিও-এর প্রাথমিক প্রতিযোগী, ভারতী এয়ারটেল এখনও এত কম দামে কোনপ প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে না। এর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের আনলিমিটেড ৫জি প্ল্যানটি শুরু হয় ৩৭৯ টাকা থেকে। এই প্ল্যানটিতে প্রতিদিন ২জিবি ৪জি ডেটಌা, সীমাহীন ভয়েস কল, প্রতিদিন ১০০ এসএমএস এবং এক মাসের বৈধতা রয়েছে৷ এয়ারটেল তার এই প্রিপেড রিচার্জ প্ল্যানের সঙ্গে এক্সট্রিম প্লে, উইংক এবং হ্যালো টিউনস বিনামূল্যে অফার করে।