ভ꧅ারতে মধ্যবিত্তের পছন্দের গাড়ির তালিকা বানানো হলে তাতে প্রথম পাঁচে WagonR থাকবেই। ১৯৯৯ সালে লঞ্চের সময় থেকেই চূড়ান্ত বিক্রি মারুত💫ি সুজুকির এই এন্ট্রি লেভেল হ্যাচব্যাকের। আর সময়ের দাবি মাথায় রেখেই তার নয়া ফেসলিফ্ট দিল মারুতি সুজুকি। নয়া রূপে লঞ্চ হল WagonR। কেমন হল নতুন মডেল?
সত্যি বলতে নতুন WagonR-এ আগের ভার্সনের চেয়ে খুব বেশি ডিজাইনের পরিবর্তন নেই। প্রকৃতপক্ষে Maruti Suzuki শুধুমাত্র গাড়ির রঙের স🔴্কিম এবং অ্যালয় হুইল আপডেট করেছে। স্টাইলিশ ডুয়াল-টোন অপশন যোগ করা হয়েছে। সেটি শু✤ধুমাত্র টপ Z+ ভ্যারিয়েন্টেই হবে। কালো ছাদের সাথে গ্যালান্ট রেড এবং কালো ছাদের সাথে ম্যাগমা গ্রে অপশন পাওয়া যাবে।
কেবিনও আপডেট হয়েছে। প্রিমিয়াম বেইজ এবং গাঢ় ধূসর ফ্যাব্রিক ডিজাইন পাও🐼য়া যাবে। ফলে আগের তুলনায় WagonRꦡ একটু স্পোর্টি হয়েছে।
নতুন WagonR পেট্রোল ভেরি♛য়েন্টে ইন্টিগ্রেটেড স্টার্ট-স্টপ ইঞ্জিনও থাকছে। AMT ট্রান্সমিশনে নতুন Maruti Suzuki WagonR-এ হিল হোল্ড অ্যাসিস্ট থাকবে।
এছাড়া একটি আপডেটেড স্মার্টপ্লে ඣস্টুডিয়ো-সহ একটি নতুন সাত ইঞ্চির ꧋ইনফোটেইনমেন্ট স্ক্রিনও দেওয়া হয়েছে৷
মারুতি সুজুকির সিনিয়র এগজিকিউটিভ ডিরেক্টর (বিপণন ও বিক্রয়) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, প্রতি ৪ জনের মধ্যে ১ WagonR গ্রাহক নতুন গাড়ি কেনার সময়ে সেই WagonR-ই কেনেন। এটিই গাড়িটির জনꦏপ্রিয়তার সবচেয়ে বড় নিদর্শন।