প্রায় ১০ বছর ভারতে ব্যবসা করছে Renault। আর এই ১০ বছরে Renault-এর অন্যতম সফল গাড়ি নিঃসন্দেহে Kwid। সম্প্রতি ৪ লক্ষ তম গাড়ি🎶 বিক্রি হওয়ার ঘোষণা করল সংস্থা।ফরাসি গাড়ি সংস্থা জানি🤪য়েছে, ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখেই Kwid বানানো হয়েছে।
তবে গাড়ির নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন সেফটি টেস্টে Renault Kwid-এর ফলাফল নিয়ে প্রশ্ন 🍎আছে। Renault Kwid প্রথমবার ২০১৬ সালে গ্লোবাল NCAP-এ পরীক্ষা করা হয়েছিল। সেই সময়েই এটি ভারতে লঞ্চ করা হয়েছিল। চারಞ বছর আগে মাত্র ওয়ান-স্টারের রেটিং পেয়েছিল।
Renault-এর দাবি, তারপর থেকে সুরক্ষা 🌸আরও জোরালো করতে গাড়ির কাঠামোতে কিছু পরিবর্তন আনা হয়েছে। ব্রাজিলে উত্পাদিত একটি সংস্করণ পরে ল্যাতিন NCAP-🔯এ 3 স্টার পেয়েছিল। পাশের বডি এয়ারব্যাগ, ফ্রন্ট এয়ারব্যাগ এবং ABS যোগ করা হয়েছিল।
দেখুন Renault কুইডের NCAP ক্র্যাশ টেস্টের ভিডিয়ো :
ভারতে Renault কুইডের সবচেয়ে বড় প্রতিদ্বন্দী মারুতি সুজুকি ꦐঅল্টো। মাত্র এক মাসেই ১৫-১৭ হাজার ইউনিট অল্টো বিক্রি করে মারুতি।