ট্রেন, ফ্লাইট, বাসের ট💧িকিটের উপর বিরাট ছাড় দিচ্ছে পেটিএম। ফ্রিডম ট্রাভেল কার্নিভাল। Paytm এর মাধ্যমে আপনি যদি বাস, ট্রেন বা ꦑফ্লাইটের টিকিট কাটেন তবে এবার তাতে বিশেষ ছাড় পাবেন। তবে সেই ছাড়টি কেবলমাত্র ১০ অগস্ট পর্যন্ত চলবে।
এই সময়ের মাধ্যমে পেটিএমের মাধ্যমে টিকিট কাটলে আপনি বড়সর ছাড় পেতে পারেন। এবার জেনে নিন পেটিএমেꦕর মাধ্য়মে আপনি কোথায় কত ছাড় পাবেন?
বিমানভাড়াতে বিশেষ ছাড়
ডোমেস্টিক ফ্লাইটে ১৫ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় মিলবে। ইন্টারন্যাশানাল ফ্লাইটে ১০ শতাংশ ছাড় মিলবে। আরবিএল ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্কের মাধ্যমে এই ছাড় মিলবে। ডোমেস্টিক ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে পেটিএমে ওয়ালেট ও পেটিএম পোস্টপেইড 🦂ব্যবহার করলে ১২ শতাংশ ছাড় মিলবে। পড়ুয়া, সিনিয়র সিটিজেন ও সশস্ত্র বাহিনীর জন্যও বিশেষ ছাড় মিলবে।
বাসের টিকিটেও পেটিএমের ছাড়
বাসের টিকিটেও ২৫ শতাংশ ছা🔯ড় মিলবে। একেবারে সঙ্গে সঙ্গে এই ছাড় মিলবে꧂। CRAZYSALE এই কোড ব্যবহার করলে ছাড় মিলবে। প্রায় ২৫০০ বাসের অপারেটরের ভাড়ার ক্ষেত্রে এই ছাড় মিলবে।
ট্রেনের টিকিটেও পেটিএম ছাড়
ইউপিআইয়ের কোনও চার্জ ছাড়াই আপনি পেটিএমের ম▨াধ্যমে টিকিট কাটতে পারবেন।
টিকিট বাতিলের ক্ষেত্রেও এবার পুরো টাকা ফেরৎ পাবেন
পেটিএম ꦐএবার ফ্রি ক্যানসেলেশন পলিসি অফার করছে। মানে ফ্লাইট, ট্রেন বা বাসের টিকিট বাতিল করলে আপনি পুরো টাকাই ফেরৎ পাবেন।
এবার জেনে🦄 নিন পেটিএমের মাধ্যমে আপনি কীভাবে টিকিট বুক করবেন? ജ;
প্রথমে পেটিএমে অ্য়াপে যান
এরপর ট্রাভেল ট্যাবে যান
এরপর একাধিক অপশন ꦆরয়েছে। সেখানে ট্রেন, বাস, ফ্লাইট বুকিংয়ের ♔অপশন রয়েছে।
এরপর সেখানে গিয়ে আপনি আপ🐻নার যাত্রার বিবরণ লিখুন।🌄
এরপর কীসের ꦬটিকিট বুক করতে চান সেখানে ক্লিক করুন। কোনটা 𒁏আপনার পক্ষে সুবিধাজনক হবে সেটাও দেখে নিন।
Paytm UPI, Paytm Wallet, Net Banking প্ꦅলাটফর্ম ব্যবহার করে আপনি আপনার যাত্রার টিকিট𝓡 বুক করতে পারেন।
একবার টিকিট ব💙ুক হয়ে গেলে আপনি কনফার্মেশন ইমেল পাবেন।