ভবিষ্যত বৈদ্যুতিন গাড়ির। আর সেদিকে তাকিয়েই এগোচ্ছে গাড়ি নির্মাতারা। আর সেই ট্রেন্ড বজায় রেখেই নতুন ইলেকট্রনিক ভার্সানে আসছে টাটার জনপ্রিয় এন্ট্রি লেভেল সিডান Tigor ।এটাই প্রথম নয়তবে এটাই কিন্তু টাটার প্রথম ইলেকট্রিক গাড়ি নয়। গত বছর জনপ্রিয় কমপ্যাক্ট এসইউভি নেক্সনের ইভি এনেছিল টাটা। ভারতের বাজারে ইভি হিসাবে তার বিক্রি মন্দ নয়। ভারতের বাজারে বিক্রি হওয়া প্রতি ১০টি ইলেকট্রিক গাড়ির মধ্যে ৭টিই নেক্সন (তথ্যসূত্র: টাটা)। সেই গাড়ির জিপট্রন ইলেকট্রিক আর্কিটেকচারই ব্যবহার করা হচ্ছে Tigor EV-তেও।কবে লঞ্চআগামী ৩১ অগস্ট লঞ্চ হচ্ছে Tata Tigor EV । ডিজাইননেক্সনের মতোই ইভি-র জন্য একটি বিশেষ টিল ব্লু রঙ ব্যবহার করা হচ্ছে Tigor EV-তে। ইন্টিরিয়রেও সেই রঙের ছোঁয়া স্পষ্ট। ফলে দেখে আর পাঁচটা Tigor-এর থেকে আলাদা করতে কোনও সমস্যা হবে না।বুকিংইতিমধ্যেই শুরু হয়েছে বুকিং। দেশের নির্দিষ্ট কিছু শো-রুমে ২১ হাজার টাকা দিয়ে প্রি-বুকিং করা যাচ্ছে Tata Tigor EV।স্পেসিফিকেশনপিক আউটপুট : ৫৫ kWh৭৩.৭৫ hpপিক টর্ক : ১৭০ Nm০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা : ৫.৭ সেকেন্ড।ব্যাটারি : ২৬ kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক।ব্যাটারি পাল্টাব কী করে?অনেকেই ইলেকট্রিক গাড়ির বিরুদ্ধে এই যুক্তিই দেন। সেদিকে নজর দিয়েছে টাটা। Tigor EV-তে থাকছে ৮ বছর/১,৬০,০০০ কিলোমিটারের ব্যাটারি এবং মোটর ওয়্যারান্টি।রেঞ্জ? চার্জিং টাইম?ইলেকট্রিক যানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটিই। তবে এগুলি এখনও প্রকাশ করেনি টাটা। সূত্রের খবর, ২৬০-৩০০ কিলোমিটার রেঞ্জ হতে পারে। তবে বেশি অপেক্ষা করতে হবে না। আগামী ৩১ অগস্টই লঞ্চের সঙ্গে এই তথ্যাবলী প্রকাশ করবে সংস্থা। সেদিনই জানা যাবে দাম।