টুইটারের নীল পাখি হয়ে গেল মিমের কুকুর! হঠাত্ই 'd💛oge' মিমের ছবিতে বদলে গেল টুইটারের লোগো। আর এই আপডেটের বিষয়ে জানালেন খোদ টুইটারের CEO ইলন মাস্ক।
টুইটারের নীল পাখির বদলে এখন একটি শিবা ইনু কুকুরের ছবি। সোশ্যাল মিডিয়ায় এই কুকুরটির ছবি মিমের জন্য বেশ জনপ্রিয়। তার ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে থাকার এই পোজ বেশ পছন্দ নেটিজেনদের। আরও পড়ুন: SRK vs Kohli-কে বেশি জগদবিখ্যাত, শাহরুখ না বিরাট? হঠাৎ যুদ্ধ শুরু ফ্যানদের মধ্যে
এই একই ছবি Dogecoin ক্রিপ্টোকারেন্সির লোগোও বটে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই Doge লোগোটি শুধুমাত্র টুইটারের ওয়েব সংস্করণেই দৃশ্যমান। টুইটার অ্যাপে লোগোতে কোনও পরিবর্তন হয়নি😼।
ইলন মাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ব্লু বার্ড থেকে Doge-তে এই পরিবর্তনের বিষয়টি নিজেই জানিয়েছেন। টুইটারের CEO নিজেই একটি মিম পোস্ট করেন। তাতে প্রথমে একজন পুলিশ অফিসার একটি নথি পরীক্ষা করছেন। সেখানে টুইটারের পুরনো ছবি দেখে ꦿকুকুরট𓆏ি বলছে, এটি তার বহু পুরনো ছবি।
ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের আগে একজন টুইটার ব্যবহারকারীর সঙ্গে তাঁর কথোপকথনের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, 'প্রতিশ্রুতি অনুযায়𝓰ী'। সেই চ্যাটে দেখা যাচ্ছে, ইলন মাস্ক প্রশ্ন করছেন যে, নতুন প্ল্যাটফর্মের প্রয়োজন আছে কিনা। সেখানে ব্যবহারকারী পরামর্শ দেন, ইলন মাস্কের টুইটার কেনা উচিত এবং নীল পাখির লোগোর বদলে Doge-র ছবিটি ব্যব𝐆হার করা উচিত্।
সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, টুইটার তার হোম পেজের লোগো Doge মিমে পরিবর্তন করার পরপরই ডোজকয়েনের মূল্য প্রায় ৩০% বেড়ে 🌠গিয়েছে।
ইলন মাস্ক গত অক্টোবরে সংস্থার🐓 দায়িত্ব নেওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া জায়ান্টে বেশ কিছু পরিবর্তন এনেছেন। সম্প্রতি, টুইটারও ঘোষণা করে যে, ১ এপ্রিল থেকে, সংস্থা তার আগের ভেরিফায়েড প্রোফাইলগুলি থেকে নীল টিক সরিয়ে দেবে। ব্লু টিক-সহ ভেরিফায়েড প্রোফাইল পেতে হলে মাসে ৮ ডলার🐈ের সাবস্ক্রিপশন নিতে হবে।
নয়া নিয়মের পর বিশ্বের অন্যতম বড় সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের টুইটার পেজ থেকেও ব্লু টিক ভেরিফিকেশন সরিয়ে দিয়েছে টুইটার। নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ ভেরিফিকেশনের জন্য টাকা দিতে অস্বীকার করার পরেই এই নিয়ম প্রয়োগ করা হয়। ইলন মাস্ক যদিও এসব নিয়ে একেবারেই চিন্তিত নন। তিনি বলেন, 'আমি যেটা চাইছিলাম, ওরা সেটাই নিজে থেকে করল।' আরও পড়ুন: টাকা দিয়ে সাবস্ক্রিপশন না নিলে ব্লু-টিক হঠিয়ে দেবে Twitter