নামজাদা ই-কমার্স সাইট। যেমন ধরুন বিগ বাজার, ডি-মার্ট, বিগ বাস্কেট। তারই হুবহু নকল একটি ওয়েব🐬সাইট। সেখানে অবিশ্বাস্য সব ডিল। সাইটে না♍কি ফ্ল্যাশ সেল চলছে। আর সেটা দেখে ভুলে ফাঁদে পা দিলেই খেল খতম। পড়বেন বড়সড় প্রতারণার ফাঁদে।
এ হেন জাল ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার ঘটনা নতুন নয়। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে এই কাজের সঙ্গে জড়িত একটি প্রতারণা চক্রকে পাকড়াও 🐷করেছে উত্তরপ্রদেশ পুলিশ। জাল ওয়েবඣসাইট, ভুয়ো ডিলের মাধ্যমে বহু মানুষের টাকা 'ঝেড়েছে' এই প্রযুক্তি বিশারদ প্রতারণা চক্র।
অ্যাডিশনাল ডিসিপি (সেন্ট্রাল নয়ডা) রাজীব দীক্ষিত এই বিষয়ে জানালেন, '৩ এপ্রিল, গৌতম বুদ্ধ নগর পুলিশের সাইবার হেল্পলাইনের টিম একটি গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেফতার করেছে।🦩 এরা বিগ বাজার, ডি-মার্ট, বিগ বাস্কেটের মতোꦯ সংস্থার নাম করে প্রতারণামূলক ওয়েবসাইট তৈরি করেছিল। মানুষের কাছ থেকে কোটি-কোটি টাকা প্রতারণা করছিল।'
জাল ওয়েবসাইটের দৌরাত্ম্য হয় তো কিছুটা কমানো গিয়েছে। কিন্তু যে হারে এই ধরণের ঘটনা বাড়ছে, তাতে সব প্রতারককে ধরা কার্যত অসম্ভব বিষয়। বিশেষত বিদেশে বসে 𝓰কেউ যদি এহেন ওয়েবসাইট বানায়, তাহলে তার নাগাল পাওয়া বেশ কঠিন। ফলে এমন ভুয়ো শপিং সাইটের ফাঁদে পড়া থেকে আপনাকে নিজেকেই সাবধানে থাকতে হবে। আসুন জেনে নেওয়া যাক, ঠিক কী কী সাবধানতা অব🌺লম্বন করে চলতে হবে।
ভুয়ো সাইট ধরবেন কীভাবে?
এই ধরণের প্রতারকরা বেশিরভাগ ক্ষেত্রে এমন URL ব্যবহার করে যে আসলের সঙ্গে🌳 কোনও ফারাকই করা য﷽ায় না। তা সত্ত্বেও টুকটাক এদিক-ওদিক থাকেই। তাই অহেতুক লম্বা URL, ভুল বানান, অতিরিক্ত শব্দ বা অক্ষর যোগ করা আছে দেখলেই সেই সাইট থেকে কেটে পড়ুন।
শপিং সাইট তার নিজস্ব অ্যাপ থেকে খোলাটাই শ্রেয়। কম্পিউটার থেকে খুললে ▨সঠিক URL দিয়ে সাইটে প্রবেশ করুন।
অফার আছে বলে কোনও মেসেজ এলে সেই লিঙ্কে সঙ্গে সঙ্গে ক্লিক করবে꧙ন না।
'অভিনন্দন! লাকি ড্র-তে আপনি একটি iPhone 13 Pro জিতেছেন। গিফট ক্লেইম করতে লগ ইন করুন,' এই ধরণের অফার দে⛄খলেই সাবধান। ই-কমার্স সাইট কখনই আপনাকে এভাবে যেচে যেচে জিনিস বিলিয়ে দেবে না।