অটো চালিয়ে রোজগার করছেন সিনিয়র মাইক্রোসফট ইঞ্জিনিয়ার। অবাক কাণ্ড বেঙ্গালুরুর রাস্তায়। জানা গিয়েছে, একাকীত্ব কাটাতেই নাকি এই পেশা বেছে নিয়েছেন তিনি। সপ্তাহ শেষ হলেই বেরিয়ে পড়েন অটো নিয়ে। একজন এক্স ব্যবহারকারী, তাঁকে দেখতে পেয়ে তাঁর ছবিটি শেয়ার করেছেন। যা নিমেষের মধ্যেই ভাইরালও হ🌼য়ে গিয়েছে।
আরও পড়ুন: (যাত্রীদের চাদর, কম্বলের পরিচ্ছন্নতা নিশ্চিত করবে AI, বিরাট পদক্ষেไপ ভারতী🎃য় রেলওয়ের)
ভাইরাল পোস্টে কী দেখা গিয়েছে
এক্স-এ পোস্ট করে, আরও একজন টেকি ভেঙ্কটেশ গুপ্ত, লিখেছেন, কোরমঙ্গলায় ৩৫ বছর বয়সী মাইক্রোসফ্টের স্টাফ সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা হয়েছিল, যিনি সপ্তাহান্তে একাকীত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য অটো চালাচ্ছিলেন। এই পোস♓্টে অটোরিকশার ভিতরে মাইক্রোসফটের হুডি পরা ব্যক্তিটিকে স্পষ্ট দেখা গিয়েছে। বেশ কিছু ব্যবহারকারী এই অটো চালক ইঞ্জিনিয়ারের একাকীত্বের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, অন্যরা এমনকি শোকও প্রকাশ করে বসেছে।
আরও পড়ুন: (Anxiety problem: সব সময় উদ্বেꦑগে থাকেন? জানেন রক্ত জমাট বাঁধার মতো সমস্যা হতে পারে আপনার)
কে কী প্রতিক্রিয়া দেখাচ্ছেন
অঙ্কিত শ্রীবাস্তব নামে একজন প্রযুক্তিবিদ লিখেছেন, এটা খুবই দুঃখজনক। যদি সত্য হয় তো। কে✃উ কেউ আবার বিতর্কেও টেনে এনেছেন। একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, যখন আপনি একটি শহরে শুধুমাত্র একটি ভাষায় কথা বলেন, যেখানে🌌 ৫০ শতাংশ এর বেশি লোক বহিরাগত হয় তখনই এমনটা হয়।
যাইহোক, বেঙ্গালুরুতে ইঞ্জি🍬নিয়ার বা টেকিদের জন্য ✤বাইক ট্যাক্সি চালানো অটো চালানো কোনও নতুন বিষয় নয়। এমনকি কিছু প্রযুক্তিবিদকে তো গিগ শ্রমিক হিসাবে কাজ করে অতিরিক্ত অর্থ উপার্জন করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: (Cave On Moon: চাঁদে গিয়ে এবার গুহায় থাকবেন মহাকাশচারীরা! দারুণ জায়গা খুঁজে পেয়েছেন ব🐬িজ্ঞানীরা)
এর ♈আগে, বেঙ্গালুরুতেই একজন টেকি বা প্রযুক্তিবিদ, হিন্দুস্তান কম্পিউটারস লিমিটেড (এইচসিএল) এর একজন কর্মচারী হওয়া সত্ত্বেও এমন কিছু করেছিলেন। জানা গিয়েছিল, জাভা ডেভেলপার হিসাবে একটি নতুন পদে চাকরি পেতে তাঁকে ভাড়ার বাইক ট্যাক্সি চালাতেও দেখা গিয়েছিল। মূলত, আগের চাকরী থেকে ছাঁটাই করার পরই এমন পদক্ষেপ করতে বাধ্য করেছিলেন তিনি। কেরিয়ারকে স্থিতিশীল করার স্বপ্নকে দৃঢ় করতে, কাজের রেফারেলের জন্য সহকর্মী টেকিদের খুঁজে পেতে একজন বাইক ট্যাক্সি ড্রাইভার হিসাবে কাজ করেছিলেন ওই ব্যক্তি।