Redmi Note 11 সিরিজ লঞ্চ করল Xiaomi। সংস্থার ইউটিউব চ্যানেলে লাইভস্ট্রিমে ইভেন্ট হোস্ট করা হয়। Amazon India, Mi.com এবং Mi Home স্টোরের পাশাপাশি অফলাইন স্টোরগুলিতেও শাওমির এই স্মার্টফোন এসে যাবে। Redmi Note 11-র দাম ১৩,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। Redmi Note 11S-এর দাম শুরু হচ্ছে ১৫,৯৯৯ টাকা থেকে।Redmi Note 11S-এ প্রাইমারি হিসাবে 108MP ক্যামেরা রয়েছে। তাতে Samsung HM2 সেন্সর আছে। Xiaomi-র মতে একে কম আলোতেও ভাল ছবি উঠবে। AMOLED ডিসপ্লের রিফ্রেশ রেট 90 Hz। ফোনটিতে 33W ফাস্ট চার্জিং-সহ একটি 5000 mAh ব্যাটারি রয়েছে।তবে শাওমির এটিই প্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা নয়। এর আগে গত বছর Redmi Note 10 Pro Max-এ এই ক্যামেরাটাই ছিল। অন্যদিকে Redmi Note 11-এ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। থাকছে Snapdragon 680 প্রসেসর।Redmi Note 11-এর 4GB RAM + 64GB ভেরিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা থেকে শুরু। অন্যদিকে 6GB RAM + 64GB ভেরিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। 6GB RAM+128GB ভেরিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। আগামী ১১ ফেব্রুয়ারি Amazon India, Mi.com এবং Mi Home এবং অফলাইন রিটেল স্টোরে বিক্রি শুরু হবে। Redmi Note 11S-এর 6GB RAM + 64GB ভেরিয়েন্টের দাম ১৫,৪৯৯ টাকা। অর্থাত্ এর এন্ট্রি ভার্সানেরই দাম Redmi Note 11-এর টপ ভেরিয়েন্টের সমান। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু হবে৷