Oxford university
সেরা খবর
সেরা ভিডিয়ো
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রফেসর সুনেত্রা গুপ্তর আশা যে অধিকাংশ মানুষেরই করোনার টিকা লাগবে না। তাঁকে প্রফেসার রিওপেন বলে ডাকা হয়, কারণ তিনি বরাবরই লকডাউনের বিরুদ্ধে মত রেখেছেন। সুনেত্রা বলেন যে 🌺এখনও পর্যন্ত দেখা গিয়েছে যারা শারীরিক ভাবে সুস্থ, বয়স্ক নন ও শরীরে বড় কোনও রোগ, তারা সেভাবে করোনায় আক্রান্ত হচ্ছেন না। তাদের জন্য এটি সাধারণ জ্বরের থেকে বড় কিছু হবে না বলে তাঁর বিশ্বাস।
একবার টিকা আবিস্কার হলে মূলত যাদের করোনা হওয়ার সম্ভাবনা বেশি, তাদের জন্যেই ব্যবহৃত হবে বলেই তাঁর আশাꦰ। অন্যদের এই নিয়ে খুব বেশি চিন্তিত হও𝓰য়ার প্রয়োজন নেই।
সুনেত্রা গুপ্ত মনে করেন যে ধীরে ধীরে মহামারী শে😼ষ হবে যেমন ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে হয়েছিল। তবে তিনি আশা করেন যে তাঁর আগে মৃত্যুর সংখ্যা যেন সেই মহামারীর মতো না হয়।
করোনাভাইরাসের টিকা বানানো খুব শক্ত না বলেই তিনি মনে করেন। কয়েক🐟 মাসের মধ্যেই বোঝা যাবে টিকা কাজ করছে কি না, বলে তিনি 🌱জানান।
টিকা না বের🐲োলে শুধু লকডাউনে কাজ হবে না বলেও জানান তিনি। দ্বিতীয় বার ভাইরাস বিশ্বের অনেক জায়গায় ছড়াচ্ছে, এই নিয়েও সতর্ক করেন তিন𝔍ি।