ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর পূর্বাভাসের মধ্যেই দক্ষিণ দমদমে দেখা মিলল গোসাপের। বুধবার বাঙ্গুর অ্যাভিনিউয়ের একটি পাড়ার রাস্তায় জল জমে𓂃ছিল। সেখান থেকেই যেতে দেখা যায় গোসাপটিকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো।
ইয়াস আর ভরা কোটালের জেরে রীতিমতো বিধ্বস্ত হিঙ্গলগঞ্জের রূপমারী অঞ্চলের কুমিরমারী গ্রাম। সেখানকার দুর্দশার করুণ ছবি ধরা পড়েছে সন্দীপ রায়ের ক্যামেরায়। এখনও সেখানে কোথাও কোমর জল, কোথাও গলা জল। চরম সঙ্কটে দিন কাটাচ্ছেন এই সব এলাকার মানুষ।