বাংলা নিউজ > বিষয় > Yellow taxi
Yellow taxi
সেরা খবর
সেরা ভিডিয়ো
নাম দেবাশিস বাগ। তিনিই পেশায় ট্যাক্সি চালক। নিজের হলুদ ট্যাক্সিকে রং-তুলি দিয়ে 'দাদাগিরি' লিখে সাজিয়েছেন দেবাশিস। নাম রেখেছেন, 'হলুদ যুবরাজ'।🌠 দেবাশিস বাগ জানাচ্ছেন, তিনি প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের একনিষ্ঠ ভক্ত। ছোট থেকে তিনিও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। তবে পারিবারিক দায়িত্ব ও আর্থিক সীমাবদ্ধতা তার পথে বাধা হয়ে দাঁড়ায়। তবে তারপরেও 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিত্ব তাঁকে অনুপ্রেরণা যোগায়। সৌরভ তাঁর কাছে আশা, সাহস ও সংকল্পের প্রতীক হয়েছিলেন। দেবাশিস বাগের কথায়, 'দাদা'সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি নিজের ট্যাক্সিকে এভাবে সাজিয়েছেন।
সেরা ছবি
- বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলি যখন প্রথম প্রথম কলকাতায় পরিষেবা দিতে শুরু করেছিল, তখন গুচ্ছের অফার দেওয়া হত। তাছাড়া সময়মতো কম ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেওয়া হত যাত্রীদের। হলুদ ট্যাক্সির চাহিদা কমতে থাকে। তবে বিগত কয়েক বছরে সেই অভিজ্ঞতা বদলেছে। এই আবহে অন্য ভাবনাচিন্তা শুরু করল সরকারও।