জামিয়ায় গুলি- এত তাড়াতাড়ি ঘটল, কিছু করতে পারিনি, স্বীকারোক্তি দিল্লি পুলিশ কর্তার
Updated: 31 Jan 2020, 12:18 PM ISTভরদুপুর বেলায় হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক যুবক। পুলিশের সামনেই সিএএ-বিরোধী প্রতিবাদীর ওপর গুলি চালাচ্ছে। বৃহস্পতিবার এই ঘটনার সাক্ষী থাকল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। পুলিশ কেন নাবালক বন্দুকধারীকে আটকাতে গেল না, সেই নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। জবাব, দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার প্রবীর রঞ্জন জানান যে এত জলদি সব কিছু হল, তাই পুলিশ কিছু করতে পারেনি। বৃহস্পতিবার রাতে গুলিতে আহত জামিয়ার ছাত্র সাদাবকে দেখতে হাসপাতালে যান পুলিশ কর্তা। ইয়ে লো আজাদি বলে স্লোগান দিয়ে বৃহস্পতিবার গুলি চালায় নাবালক বন্দুকধারী। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।