মুম্বইয়ে সারারাত রেস্তোরাঁ খোলা থাকলে মদ্যপান বেশি হবে, বাড়বে ধর্ষণ- বিজেপি বিধায়ক
Updated: 21 Jan 2020, 07:21 PM ISTআদিত্য ঠাকরের নাইটলাইফ প্রজেক্টের বিরোধিতা করলেন বিজেপি বিধায়ক রাজ পুরোহিত। মহারাষ্ট্রের পর্যটনমন্ত্রী আদিত্য ঠিক করেছেন যে ২৬ জানুয়ারি থেকে মুম্বইয়ে মল ও রেস্তোরাঁ সারা রাত খোলা রাখা যাবে। কিন্তু এতে মদ্যপানের সংস্কৃতি তৈরী হবে বলে বিজেপি বিধায়কের দাবি। তাঁর কথায় এর ফলে ধর্ষণের সংখ্যা বাড়বে, দেশে হাজার নির্ভয়া সৃষ্টি হবে। মদ্যপান ভারতীয় সংস্কৃতির পরিপন্থী বলেও দা𓆏বি করেন তিনি। যদি একান্তই করতে হয়, কিছু বিশেষ অঞ্চলে দোকান সারারাত খোলা রাখা যেতে পারে বলে বিকল্প প্রস্তাব পুরোহিতের।