HTLS 2024: অক্ষয়-অজয়ের সামনে সিনেমা নিয়ে প্রশ্নে কতটা সফল দুই রাজনীতিবিদ?
Updated: 16 Nov 2024, 10:21 PM IST সম্পাদনা করেছেন Ranita Goswami ﷺহিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট(২০২৪)এ শনিবার অন্যতম অতিথি ছিলেন বলি অভিনেতা অক্ষয় কুমার ও অজয় দেবগণ। তাঁরা ছাড়াও সামিটে অন্যান্য অতিথিদের মধ্যে এদিন আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টু এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র শাজিয়া ইলমি। এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব এদিন অক্ষয়-অজয়ের সামনেই বলিউড কুইজে অংশ নেন।