Chandrayaan 3: বাড়িতে গোপনে কাজ, চাঁদে চন্দ্রযান ৩-র ‘সফট ল্যান্ডিং’-র বীজ বুনেছিলেন যাদবপুরের ছাত্রও
Updated: 29 Aug 2023, 03:31 PM IST লেখক Ayan Das চাঁদে কীভাবে স🔯ফট ল্যান্ডিং করবে চন্দ্রযান-৩? সেই স্বপ্নের বীজ বুনেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ও👍। সেই স্বপ্নের বীজ বুনতে সাহায্য করেন যাদবপুরের প্রাক্তনী নির্নিমেষ দেও। তাঁরা সরাসরি ইসরোয় কাজ করেননি। তবে ইসরোর প্রজেক্টে কাজ করেন। যে প্রজেক্টের বিষয় ছিল ‘সফট ল্যান্ডিং’। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -