লোকাল ট্রেন চালু করা কি সম্ভব? বাধা কোথায়? দেখুন কী বললেন প্রাক্তন রেলকর্তা সুভাষরঞ্জন ঠাকুর
Updated: 08 Oct 2020, 07:58 PM IST লেখক Debasish Podder শোনা গিয়েছিল, পুজোর আগেই পশ্চিমবঙ্গে চালু হলে পারে লোকাল ট্রেন। যদিও এখনও এ ব্যাপারে রেলের তরফ ✱থেকে কোনও সবুজ সংকেত মেলেনি। তবে লোকাল 🐠ট্রেন চালু হোক, চান অধিকাংশ মানুষ। তবে এই করোনা পরিস্থিতিতে কি লোকাল ট্রেন চালু করা সম্ভব? বাধা কোথায়? প্রাক্তন রেলকর্তা সুভাষরঞ্জন ঠাকুরের সঙ্গে কথা বলল HT Bangla