বাংলা নিউজ >
দেখতেই হবে >
বাংলার মুখ > Lord Jagannath Snana Yatra at Mahesh: ৪৭ বছর পরে বিশেষ যোগে জগন্নাথদেবের স্নানযাত্রা, রথের দিন গোনা শুরু মাহেশে
Lord Jagannath Snana Yatra at Mahesh: ৪৭ বছর পরে বিশেষ যোগে জগন্নাথদেবের স্নানযাত্রা, রথের দিন গোনা শুরু মাহেশে
Updated: 22 Jun 2024, 01:45 PM IST লেখক Ayan Das, Swati Das Banerjee স্নানযাত্রার মধ্য দিয়ে মাহেশের রথযাত্রার দিন গোনা শুরু হল। ৬২৮ বর্ষে পড়ল এবার মাহেশের রথ ও স্নানযাত্রা উৎসব। ৪৭ বছর পর মোক্ষ যোগে হচ্ছে এই স্নানযাত্রা। ভোর ৫ টে ৩০ মিনিটে জগন্নাথ দেবকে বের করে প্রাণমঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ৬ টা ২০ মিনিট থেকে শুরু হয় স্নানযাত্রা উৎসব। সেজন্য অগণিত ভক্তের সমাবেশ ঘটে। রীতি অনুযায়ী, স্নানমঞ্চে ২৮ ঘড়া গঙ্গাজল এবং দেড় মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে। বিস্তারিত দেখুনಌ ভিডিয়োয় -