বর্গিদের রুখতে খাল কেটে উদ্ধার সোনার মূর্তি, মুঘল আমলে লুকিয়ে বাগনানের এই পুজোর ইতিহাস
Updated: 15 Oct 2021, 08:14 AM IST লেখক Ayan Das বাগনানের হরিনারায়ণপুরের রায়চৌধুরী পরিবারের এই পুজোর ইতিহাস লুকিয়ে আছে মুঘল আমলে। পরিবারের সদস্𝓡যরা জানিয়েছেন, ১৭২০ সাল নাগাদ এই মন্দির তৈরি হয়েছিল। 'আমার চোখে পাড়ার পুজো'-য় তা দেখালেন শংকর রায়চৌধুরী -