Beekeeping in Indo-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন নতুন প্রহরী, BSF-এর সঙ্গী এখন মৌমাছি
Updated: 25 Dec 2023, 04:34 PM IST লেখক Abhijit Chowdhury বহু বছর ধরেই কাঁটাতার অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা হয়ে চলেছে। এমনকী সীমান্ত পার করে গরু পাচারের ঘটনাও ঘটেছে রমরমিয়ে। এই আবহে কাঁটাতারে যে অনুপ্রবেশ পুরোপুরি ঠেকানো সম্ভব নয়, তা বুঝেছে বিএসএফ। আর ত🔥াই সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকা জুড়ে মৌমাছির চাক বসাচ্ছে বিএসএফ। কোনও ব্যক্তি যাতে কাঁটাতার কেটে অনুপ্রেশ করতে চাইলে মৌমাছির আক্রমণের মুখে পড়ে।