সোহা আলি খান, অনন্যা পাণ্ডে, ভিকি-ক্যাট সহ আর কারা মেতে উঠলেন হোলি খেলায়?
Updated: 07 Mar 2023, 11:08 PM IST- বলিউডের তারকারা হোলি খেলায় মেতে উঠলেন। ছোট থেকে বড়পর্দার তারকারা তাঁদের রঙিন ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সোহা আলি খান থেকে ভিকি ক্যাটরিনা, সিদ্ধার্থ কিয়ারা সহ আরও অনেকেই এই রঙিন খেলায় সামিল হলেন।