বাংলা নিউজ >
দেখতেই হবে > Video: ‘অভিভাবক চলে গিয়েছেন’, বুদ্ধদেবের প্রয়াণে শোকাহত সৃজনরা! ছুটে এলেন মমতা থেকে প্রদীপ, শোকবার্তা শুভেন্দুর
Video: ‘অভিভাবক চলে গিয়েছেন’, বুদ্ধদেবের প্রয়াণে শোকাহত সৃজনরা! ছুটে এলেন মমতা থেকে প্রদীপ, শোকবার্তা শুভেন্দুর
Updated: 08 Aug 2024, 03:22 PM IST Sritama Mitra পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত দেশের রাজনৈতিক মহল। বাংলার বাম রাজনীতির অন্যতম মহীরুহ বুদ্ধদেব ভট্টাচার্য ৮ অগস্ট ২০২৪ সালে প্রয়াত হন। ১১ বছর তিনি ছিলেন মুখ্যমন্ত্রী পদে। বৃহস্পতিবার সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তিনি ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শোক সংবাদ পৌঁছন মাত্রই তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড🍒়িতে ছুটে আসেন শুভানুধ্যায়ীরা। বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণা করে বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য তুলে ধরেন নানান ঘটনার কথা। প্রতিক্রিয়া আসে বাম নেতা মহম্মদ সেলিমের তরফে। বামেদের যুব নেতা সৃজনও শোকবার্তা জানান। সোশ্যাল মিডিয়া পোস্টে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা TMC সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীও শোক প্রকাশ করেছেন।