বাংলা নিউজ >
দেখতেই হবে > আরজিকর কাণ্ডে প্রেসিডেন্সির প্রাক্তনীদের মিছিলের আগে জলযন্ত্রণায় কলেজস্ট্রিট
আরজিকর কাণ্ডে প্রেসিডেন্সির প্রাক্তনীদের মিছিলের আগে জলযন্ত্রণায় কলেজস্ট্রিট
Updated: 23 Aug 2024, 05:33 PM IST Suman Roy, Sritama Mitra শুক্রবার বিকেল ৫টা থেকে কলেজ স্ট্রিট চত্বরে মিছিল হওয়ার কথা। তার আগে এদিন সকাল থেকে ব্যাপক বৃষ্টিতে ডুবে গিয়েছে এই এলাকা। গত কয়েক দিন ধরেই অল্পবিস্তর জলমগ্ন রয়েছে কলেজ স্ট্রিট চত্বর। প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের ফলে এই এলাকায় জল দাঁড়িয়ে যাচ্ছে। এর ফলে সমস্যায় পড়ছেন বইবিক্রেতারা। কিন্তু শুক্রবার এই এলাকায় অন্য জটিলতা দেখা দিয়েছে। শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (পূর্বতন কলেজেরও) প্রাক্তনীদের একটি মিছিল এই চত্বর থেকে শুরু হওয়ার কথা। আরজি করের ঘটনার প্রতিবাদে সংগঠিত হওয়া এই মিছিল বিকেল ৫টা নাগাদ কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে শ্যামবাজার পর্যন্ত যাওয়ার কথা। প্রথমে ঠিক ছিল, এটি আরজি কর পর্যন্ত যাবে। কিন্তু সেই পর্যন্ত যাওয়ার অনুমতি না মেলায় শ্যামবাজারেই এটি শেষ করা হবে বলে জানানো হয়েছে। তবে এরই মধ্যে কলেজ স্ট্রিট চত্বর জলমগ্ন হওয়ায় কিছুটা সমস্যায় পড়েছেন অনেকেꦗই। এদিন সকাল থেকে ভারী বৃষ্টির কারণে বেশ বেহাল দশা ছিল কলেজ স্ট্রিট চত্বরের। বইবিক্রেতাদের ব্যবসায় গত কয়েক দিনের মতোই শুক্রবারেও বেশ মার খাচ্ছিল। বিকেলের পর থেকে বৃষ্টি কমে এলেও, এই এলাকার বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে। তাই কলেজ স্ট্রিট শেষ পর্যন্ত মিছিল শুরু করা যাবে কি না, তা নিয়ে চিন্তায় অনেকেই।