বাংলা নিউজ >
দেখতেই হবে >
ভোটযুদ্ধ > HT Bangla EXCLUSIVE: সুপারফ্লপ মমতার স্বপ্নের প্রকল্প? কেন সরকারের করা ঘরে যাচ্ছেন না চা শ্রমিকরা? অনুসন্ধানে HT বাংলা
HT Bangla EXCLUSIVE: সুপারফ্লপ মমতার স্বপ্নের প্রকল্প? কেন সরকারের করা ঘরে যাচ্ছেন না চা শ্রমিকরা? অনুসন্ধানে HT বাংলা
Updated: 17 Apr 2024, 03:43 PM IST Satyen Pal নীল-সাদা ꦓরঙে রাঙানো সারি-সারি ঘর। চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পের আওতায় ঢেকলাপাড়ায় মাথা তুলে আছে অনেক ঘর। কিন্তু যাঁদের জন্য সেই ঘর তৈরি করা হয়েছে, তাঁরাই থাকছেন না সেখানে। ফাঁকা পড়ে আছে অসংখ্য ঘর।সভা-সমিতিতে শাসক দলের নেতারা ফলাও করে বলছেন চা সুন্দ꧅রী প্রকল্পের কথা। কিন্তু বাস্তবটা কী? সুপার ফ্লপ? সরেজমিনে খতিয়ে দেখলেন ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র প্রতিনিধি সত্যেন পাল।