Updated: 15 Mar 2021, 06:13 PM IST
লেখক Ayan Das
গত ১০ মার্চ নন্দীগ্রামে আহত হওয়ার পর এই প্রথম জেলা সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় হুইল চেয়ারে বসেই ভাষণ দেন। সেখানে তিনি বলেন, ‘কোভিডের এক বছর বাদ দিয়ে আমরা এই এলাকায় চূড়ান্ত উন্নয়নের কাজ করেছি।’ ‘সৌভাগ্যবশত সেদিন বেঁচে গিয়েছে কোনওরকমে। কেউ কেউ হয়তো ভেবেছিলেন, এই ভাঙা পা নিয়ে আমি বেরোতে পারব না। আমার শরীরে যন্ত্রণা আছে। কিন্তু আমার থেকেও সাধারণ মানুষের যন্ত্রণা অনেক বেশি। এখন বিনামূল্যে রেশন দেওয়া হয়। এবার বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে।’ তিনি আরও বলেন, 'কাজের জন্য কাউকে বাইরে যেতে হবে না। আমি সবাইকে ফিরিয়ে আনব।' আর কী বললেন তিনি, দেখে নিন ভিডিয়োয় -