মোহালি বিস্ফোরণ: উঠে এল রাশিয়া নির্মিত আরপিজি লঞ্চার! তুঙ্গে চাঞ্চল্য
Updated: 12 May 2022, 10:47 PM ISTমোহালির ইন্টেল🧔িজেন্স হেডকোয়ার্টারের সামনে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেখানে বিস্ফোরণ স্থল থেকে পুলিশ রাশিয়া নির্মিত রকেট লঞ্চার উদ্ধার করেছে। ইন্টালিজেন্স হেডকায়ার্টার থেকে ১ কি.মি. দূরে এক জঙ্গলের মধ্যে উদ্ধার হয় ওই লঞ্চার।☂ পুলিশ জানাচ্ছে, রাশিয়ায় তৈরি আরপিজি-২২ ওই হামলায় ব্য়বহার করা হয়েছে। এক পথচলতি মহিলা ওই অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনিই এটি উদ্ধার করেন। জানা যায়, কিছু আরপিজি রিলোড করা যায়, আবার কিছু ক্ষেত্রে তা করা যায় না। এটি হল সোভিয়েত নির্মিত অ্যান্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার। মোহালির কাণ্ডে গ্যাংস্টার থেকে খালিস্তানি জঙ্গি হয়ে ওঠা হরবিন্দর সিং রিন্দা রয়েছে পুলিশের নজরে। পাকিস্তানে রিন্দা পালিয়ে যাওয়ার আগে ২৪ টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে পঞ্জাব ও হরিয়ানার কিছু গ্যাংস্টাররাই এই হামলা করেছে। আপাতত ২০ জনকে ঘটনার সঙঅগে জড়িত সন্দেহে আটক করা হয়েছে।