'এ জীবনে এসব শুনতে হবে?.. জঙ্গি যোগ?' কোন ইস্যুতে এমন বললেন দিদি?
Updated: 18 Feb 2025, 10:38 PM IST Laxmishree Banerjee জম্মু ও কাশ্মীর বা বাংলাদেশি জঙ্গিদের মুখ্যমন্ত্রীর যোগাযোগ! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এমনই অভিযো൩গ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বি꧂রুদ্ধে। এবার তারই জবাব দিলেন মমতা। বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট দাবি, 'আমার সাথে জঙ্গিদের যোগাযোগ বলে দিচ্ছেন। এর চেয়ে মৃত্যু হওয়া ভাল। এই দেশ সবার।’ এছাড়াও প্রধানমন্ত্রীকে অভিযোগও জানাবেন বলে বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷