বাংলা নিউজ >
দেখতেই হবে > Video: 'হাঙ্গামা করে সাংসদদের বলার অধিকার কাড়া হচ্ছে' - শীতকালীন অধিবেশন শুরুর আগে বললেন মোদী
Video: 'হাঙ্গামা করে সাংসদদের বলার অধিকার কাড়া হচ্ছে' - শীতকালীন অধিবেশন শুরুর আগে বললেন মোদী
Updated: 25 Nov 2024, 08:18 PM IST Laxmishree Banerjee শেষের পথে ২০২৪। এমন সময় শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশন চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সংসদ ভবন থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। এদিন দেশবাসীর ইচ্ছা-আকাঙ্খা🐽-ভাবনার উপর জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন অধিবেশনে যোগ দেওয়ার জন্য সংসদে পৌঁছেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কঙ্গনা রানাউত, শশী থারুর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং লোকসভার স্পিকার ওম বিড়লাও। তাঁদের পাশাপাশি তেলেগু দেশম পার্টির সাংসদ আপ্পালা নাইডু কালিসেট্টি আবার ꩵদূষণের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সাইকেলে চেপে সংসদে পৌঁছেছেন।