Updated: 19 Nov 2020, 01:19 PM IST
HT Bangla Correspondent
লাদাখে টুইটার খুললে জিও-ট্যাগিং দিয়ে সেটা চিনের অংশ হিসেবে দেখাচ্ছিল। এই নিয়ে বিস্তর হই হট্টগোল হয়। জল গড়ায় সংসদীয় কমিটি অবধি। অবশেষে লিখিত ভাবে ক্ষমা চেয়েছে টুইটার বলে জানালেন ডেটা প্রোটেকশন সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান বিজেপির মীনাক্ষী লেখি। তিনি জানান যে টুইটারের মুখ্য প্রাইভেসি অফিসার ড্যামিয়েন কুরিয়েন হলফনামা দিয়েছেন প্যানেলের কাছে। সেখানেই ক্ষমা চাওয়া হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে তারা এই সমস্যার নিরসন করবেন বলে জানিয়েছে টুইটার।