অসংলগ্ন কথাবার্তা- করোনার জন্য ক্ষতিপূরণ চাওয়ার ইঙ্গিত ট্রাম্পের, ক্ষুব্ধ চিন
Updated: 29 Apr 2020, 02:50 PM IST HT Bangla Correspondent 𒁏যে দেশ থেকে করোনা ছড়িয়েছে তারা কোনও ব্যবস্থা নেই নি বলেই এখন ১৮৪ দেশে ছড়িয়েছে, বলে উষ্মা প্রকাশ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ক্ষতিপূরণের জন্য চিনের বিরুদ্ধে মামলা করা হতে পারে, এমনও ইঙ্গিত দেন তিনি। ♉যদিও এইসব হুঁশিয়ারি নিয়ে তেমন চিন্তিত নয় চিন। বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেন যে আমেরিকান রাজনীতিবিদরা সত্যিটাকে উপেক্ষা করে ভুলভাল, অসংলগ্ন বকছেন। নিজেরা করোনা মোকাবিলায় ব্যর্থ, এখন লোকের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা! 🐟অন্যদিকে দক্ষিণ চিন সমুদ্রের কাছে যে মার্কিন যুদ্ধজাহাজগুলি এসেছিল, সেগুলিকে ওখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বেজিং। বিস্তারিত দেখুন ভিডিওতে