আদৌ কি কমবে জ্বালানির দাম? কৌশলী উত্তর নির্মলার
Updated: 20 Feb 2021, 10:59 PM IST HT Bangla Correspondent দেশের অনেক স্থানেই পেট্রলের দাম একশো ছুঁয়েছে। ডিজেলের দামও বাড়ছে। এই নিয়ে ইতিমধ্যেই ঘুরিয়ে আগের জমানাকে দুষেছেন। প্রধানমন্ত্রী জানান যে ভারতের মতো দেশ এতটা কেন বাইরের দেশদের ওপর শক্তির জন্য নির্ভরশীল থাকবে। এবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে জ্বালানির বর্ধিত দাম নিয়ে নির্মলা সীতারামনকে প্রশ্ন করা হয়। তিনি বলেন যে এꦏটা অত্যন্ত মানুষের জন্য চিন্তার বিষয়। কিন্তু এর কোনও সহজ উত্তর নেই। যদি তিনি গুছিয়ে বুঝিয়েও বলেন, তাও মানুষ প্রশ্ন করবে যে দাম কবে কমবে! সরকার যে এই দামটিকে নিয়ন্ত্রণ করে না, সেটা মনে করিয়ে দিয়েও নির্মলা বলেন কর নিয়ে রাজ্য ও কেন্দ্রের আরো আলোচনা করা দরকার। প্রসঙ্গত, রাজ্য ও কেন্দ্র উভয়ই জ্বালানির ওপর বিপুল কর চাপায় যে কারণে দামটি অনেকটা চড়া হয়ে যায়।