সাদ্দাম, গদ্দাফিও ভোটে জিতেছিল, কটাক্ষ রাহুলের, পালটা আক্রমণ বিজেপির
Updated: 18 Mar 2021, 10:05 AM IST HT Bangla Correspondent হালে একটি আলোচনাসভায় বিজেপির নির্বাচনী জয়কে খাটো করে দেখাতে সাদ্দাম হুসেন, গদ্দাফির মতো স্বৈরাচারীদের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন রাহুল গান্ধী। তাঁর কথায়, ওরাও তো ভোটে জিতত♈ কিন্তু সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। একই কাজ ভারতে হচ্ছে বলে তিনি ইঙ্গিত করেন। বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান গণতন্ত্রের মাপকাঠিতে ভারতকে যে ডাউনগ্রেড করেছে, সেই প্রসঙ্গেই এই কথা বলেন প্রাক্তন কংগ্রেস সভাপ𝓡তি। স্বাভাবিক ভাবেই এই কথা পছন্দ হয়নি শাসক দলের। কেন্দ্র🃏ীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর অভিযোগ করেন যে ভারতীয় ভোটারদের অপমান কর🍸ছেন রাহুল। কটাক্ষ করে বিজেপি নেতা বলেন যে জরুরি অবস্থার সময় ছাড়া কখনোই ভারত গণতন্ত্রের পথ থেকে সরে যায়নি। প্রসঙ্গত জরুরি অবস্থা জারি করেছিলেন রাহুলের ঠাকুমা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।