অবসর নিলেন সৈয়দ আকবরউদ্দিন, রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি তিরুমূর্তি
Updated: 30 Apr 2020, 01:55 PM IST HT Bangla Correspondent অবসর নিলেন ভারতীয় কূট⛎নীতির বড় স্তম্ভ সৈয়দ আকবরউদ্দিন। তিনি ভারতের স্থায়ী প্রতিনিধি ছিলেন রাষ্ট্রসংঘে। বহু ক্ষেত্রেই পাকিস্তানের অপপ্রচার বেআব্রু করেছেন তিনি। তার আগে স্বরাষ্ট্রমন্ত্রকের 🔜মুখপাত্র হিসেবেও বাহবা কুড়িয়েছেন তিনি। এবার তাঁর জায়গায় দায়িত্ব নিলেন টিএস তিরুমূর্তি। ১৯𒊎৮৫ সালের আইএফএস ব্যাচের তিরুমূর্তি বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসাবে কাজ করছিলেন। হালে প্রধানমন্ত্রীর বিভিন্ন সফরে বড় ভূমিকা নিয়েছেন তিনি। এর আগে জেনিভায় স্থায়ী মিশনে ছিলেন তিনি। একই সঙ্গে বিদেশ সচিবের অফিসে ডিরেক্টর হিসাবে কাজ করেছেন তিনি।