ভূস্বর্গে তুষারপাত, বরফের চাদরে ঢাকল সোনমার্গ
Updated: 12 Nov 2024, 03:51 PM IST লেখক Abhijit Chowdhury কাশ্মীরের সোনমার্গে আজ ভোরে তুষারপাত হল। রিপোর্ট অনুযায়ী, এবছর অক্টোবর ও নভেম্বরে দেশে কোনও সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানেনি। এর জেরে উত্তরপশ্চিম ভারতে শীতের আমেজ এখনও পড়তে শুরু করেনি। তবে বর্তমানে♈ উত্তর-পশ্চিম ভারতে একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ সক্রিয় রয়েছে এবং এর ফলে তিন-চার দিন পর তাপমাত্রা হ্রাস পেতে পারে।