Updated: 04 Jan 2021, 06:52 PM IST
HT Bangla Correspondent
রবিবারই দুটি করোনা টিকাকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। শীঘ্রই যে টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে, সেই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের ধন্যবাদ দিয়ে মোদী বলেন যে সবাই অত্যন্ত ঋণী যে দুটি টিকা ভারতে প্রস্তুত করা হয়েছে।
সিএসআইআর যেভাবে অন্য সংস্থাদের সঙ্গে একযোগে কাজ করে এই অসাধ্য সাধন করেছে, তার ভূয়সী প্রশংসা করেন মোদী। তিনি বলেন যে ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদান করা উচিত সিএসআইএআরের, যেখানে থেকে নতুন প্রজন্মের বিজ্ঞানীদের পাবে ভারত। প্রসঙ্গত সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে ডিজিএসআই।