বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভের আগুন! পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, ক্ষোভ কী নিয়ে?
Updated: 13 May 2024, 09:08 PM IST
Sritama Mitra
সদ্য উত্তাল পরিস্থিতি তৈরি হয় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। বিক্ষোভের আগুনে পুড়ছে পাক অধিকৃত কাশ্মীরের একাংশ। ঘটনার জেরে ৯০ জনের আহত হয়েছেন। মুদ্রাস্ফীতি, উচ্চ কর, এবং বিদ্যুতের ঘাটতি সহ একাধিক ইস্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। এলাকায় ক্ষোভ উগরে দেয় জনতা। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে তপ্ত হয় এলাকা। এদিকে, PoK নিয়ে কিছুদিন আগেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বক্তব্য রেখেছেন। তার জবাবে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহও জবাব দেন। এরই মধ্যে PoK নিয়ে হুঙ্কার আসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফেও। সব মিলিয়ে PoK ঘিরে ফোকাস বাড়ছে দুই দেশের কূটনৈতিক মহলের।