Updated: 10 Jan 2022, 09:48 PM IST
লেখক Sritama Mitra
এই ঘটনা যেন হাতির পাঁকে পড়ার সমতুল্য! ঘটনা ওড়িশা... more
এই ঘটনা যেন হাতির পাঁকে পড়ার সমতুল্য! ঘটনা ওড়িশার। সেখানে একটি পরিত্যক্ত কুয়োর ভিতর পড়ে যায় একটি ছোট্ট হাতির শাবক। এরপর তাকে তুলতে গিয়ে বিস্তর ঘাম ঝড়াতে হয়েছে বনদফতরকে। কারণ, ছোট্ট হাতিকে ছেড়ে ততক্ষণে যেতে নারাজ ছিল বাকি বড় হতির দল। ফলে সেই হাতিদের ঘটনাস্থল থেকে সরানো মুশকিল হয়ে পড়ে। পরে, হাতির দল যখন জল খেতে যায়, তখনই বনদফতরের সামনে আসে সুযোগ। এরপর বহুক্ষণের চেষ্টায় এই ছোট্ট হাতিটিকে তুলে আনা সম্ভবপর হয়। সে ফিরে যায় নিজের দলের কাছে। ফিরে যায় নিজের ডেরায়। আর আরও একটি দিন চ্যালেঞ্জকে জয় করে স্বস্তিতে ঘরে ফেরেন বনদফতরের কর্মীরা।