বাংলা নিউজ >
দেখতেই হবে >
অবশ্যই সাহায্য করব- 'বন্ধু' ইমরানের পাশে বসে সপ্তমবার কাশ্মীরে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের
Updated: 22 Jan 2020, 12:15 PM IST
HT Bangla Correspondent
ডাভোসে ট্রাম্প ও ইমরানের বৈঠকের আগে প্রত্যাশিত ভাব... more
ডাভোসে ট্রাম্প ও ইমরানের বৈঠকের আগে প্রত্যাশিত ভাবেই উঠে এল কাশ্মীর প্রসঙ্গ। ইমরান খানকে বন্ধু বলে সম্বোধন করে ট্রাম্প বলেন যে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক কখনো ছিল না।কাশ্মীর নিয়ে তিনি ভারতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও কথা বলবেন বলে জানান মার্কিন রাষ্ট্রপতি। ডাভোসে ট্রাম্প বলেন যে তাঁরা যদি সাহায্য করতে পারেন, তাহলে অবশ্যই করবেন। কাশ্মীরের পরিস্থিতি তাঁরা খুব খুঁটিয়ে নজর রাখছেন বলেও জানান ট্রাম্প। ইমরান খান বলেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্থিরতা কমাতে পারে একমাত্র আমেরিকা। ভারত যদিও বারবার বলেছে যে কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু, এই নিয়ে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রয়োজন নেই। কিন্তু তাতে বাধ সাধেননি ট্রাম্প। এই নিয়ে সপ্তমবার তিনি মধ্যস্থতা করার প্রস্তাব দিলেন। গত বছরের ২২ জুলাই ইমরান খান যখন ওয়াইট হাউসে এসেছিলেন, তখন প্রথমবার এই কথা বলেন ট্রাম্প।এমনকী মোদীই তাঁকে মিটমাট করার অনুরোধ করেছেন, এমন দাবিও করেন মার্কিন রাষ্ট্রপতি। সেই নিয়ে সৃষ্টি হয় কুটনৈতিক জটিলতা, যদিও নিজেদের অবস্থান থেকে সরেনি ভারত। এরপর পয়লা অগস্ট ট্রাম্প বলেন যে কেউ চাইলে আমি মিটমাট করাতে রাজি। সেই মাসের ২২ তারিখ অগস্টে ফের ফ্রান্সে বসে কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। মোদীর সঙ্গে তাঁর এই বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি। ঠিক সাত দিন পর ফের ট্রাম্প জানান যে এই সমস্যা নিরসনে তাঁরা সাহায্য করছেন, তবে বিষয়টি খুবই জটিল। দুই পক্ষের মধ্যে মিটমাট করার তিনি চেষ্টা করবেন বলেও জানিয়েছিলেন ট্রাম্প। পরের মাসের নয় তারিখ ফের ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দেন। দুই দেশ রাজি হলে তিনি সাহায্য করতে চান, বলেন ট্রাম্প। রাষ্ট্রসংঘের সাধারণ সংসদেের আগে ইমরান খানের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন যে দুই দেশকে নিজেদের সমস্যা মেটাতেই হবে। কারণ দুই পক্ষের কাছেই পরমাণুু বোমা। প্রয়োজনে তিনি মধ্যস্থতা করতে রাজি, বলেও ফের জানান ট্রাম্প। এবার ভারতে আসার ঠিক আগে আবার নিজের প্রস্তাবের পুনরাবৃত্তি করলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতে ট্রাম্প যখন আসবেন, তখন ট্রাম্প ফের সেই কথা বলেন কিনা এখন সেটাই কৌতুহলের বিষয়।