অযোধ্যায় রাম মন্দিরের গর্ভগৃহ নির্মাণে প্রথম ইট রাখলেন যোগী! চলল বিশেষ পূজাপাঠ
Updated: 01 Jun 2022, 08:01 PM ISTঅযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহ নির্মাণের প্রথম শিলাখণ্ড রাখলেন যোগী আদিত্যনাথ। বুধবার এই অনুষ্ঠান ঘিরে ছিল বিশেষ পূজা পর্ব। এদিন পূজা পর্বে অংশ নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উল্লেখ্য, ২ বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্মাণ কাজ শুরুর সময়ের বিশেষ পূজাপাঠে অংশ 🌠নেন। আর তারপর মন্দিরের গর্ভগৃহের শুরুর আগে ১ জুন সম্পন্ন হল বিশেষ পূজা পাঠ। উল্লেখ্য, ভিডিয়োতে দেখা যাচ্ছে নির্মাণ কাজের জায়গায় মন্ত্রপাঠের মধ্যেই একটি ইট রাꦫখেন যোগী। মনে করা হচ্ছে, ২০২৩ সালের মধ্যে এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে।