বাংলা নিউজ > ভাগ্যলিপি > Baba Lokenath: পরিবর্তনের বাংলাদেশে বাবা লোকনাথের ব্রত, কতটা নির্বিঘ্নে সম্পন্ন হল সব?
Baba Lokenath Brata: পরিবর্তনের বাংলাদেশ। সেখানেই পালিত হল বিশেষ ব্রত। কেউ কেউ বলেন ‘রাখের উপবাস’, কারও কাছে ‘কার্তিক ব্রত’ বা কারও মতে ‘গোসাইর উপবাস’। এক𒈔ই ব্রতকথার বিভিন্ন নাম। বিভিন্ন ব্যক্তি সেই নামে ডাকেন। কিন্তু উদ্দেশ্য আর ইষ্টদেবতা এক। তিনি লোকনাথ। রোগজ্বরজারি হোক বা বিপদ, এই সব কিছুর থেকে মুক্তি পেতে লোকনাথ বাবার ভক্তরা এই ব্রতটি পালন করে থাকেন। বাংলাদেশে সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে লোকনাথ বাবার ভক্তরা ‘রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্বলন’ উৎসব পালন করলেন।
আরও পড়ুন - প্♈রেম-বিয়ে-সঙ্গম-সন্তানে ‘না’! পুরুষদের বিরুদ্ধে 🧔এই আন্দোলনের শুরু কীভাবে?
ঢাকার রঘুনাথ জিউর মন্দিরে
ঢাকা শহরের রঘুনাথ জিউর মন্দিরে এই ব্রতানুষ্ঠান উপলক্ষে একত্র হয়েছিল শত শত পূ🔯ণ্যার্থী। হাজার হাজার প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠেছিলꦕ মন্দির প্রাঙ্গন। সেই আলোতেই উজ্জল হয়ে ওঠে রঘুনাথ জিউর মন্দির। একইসঙ্গে মন্দির চত্ত্বর মুখরিত হয়েছিল নারীদের সমবেত উলুধ্বনিতে।আরও পড়ুন - জিমে না গিয়েই ঝরল ১৯ কেজি! মেদ ঝরানোর সময় ৬ ভুল এড়💖ানোর পরামর্শ এই তরুণ👍ীর