Basant Panchami 2023: বাস্তুশাস্ত্র মতে, দেবী সরস্বতীর এক বিশেষ প্রতিমাকে শুভ বলে ধরে নেওয়া হয়। এছাড়াও বাস্তুমতে তা কোনদিকে রাখা হবে তার ওপরেও ভাগ্যের খারাপ ভালো অনেক কিছু নির্ভর করে। বলা হচ্ছে, পদ্মশোভিত সরস্বতী মূর্তি বাস্তুমতে শুভ। তা পূর্বদিকে রেখে পুজো করার কথা বলা হচ্ছে।