Tulsi Astrological Tips: তুলসীর মঞ্জরী ভুলেও এই বিশেষ দিনগুলিতে তুলবেন না! সমৃদ্ধি পেতে রইল টিপস
2 মিনিটে পড়ুন Updated: 18 Nov 2024, 02:00 PM ISTমঞ্জরী বিশেষ একꦆটি দিনে তোলা শুভ। সপ্তাহ বܫা মাসের সব দিনই তুলসী গাছের মঞ্জরী তুলে ফেলা শুভ নয়।
মঞ্জরী বিশেষ একꦆটি দিনে তোলা শুভ। সপ্তাহ বܫা মাসের সব দিনই তুলসী গাছের মঞ্জরী তুলে ফেলা শুভ নয়।
শ্রীকৃষ্ণের পুজোয় অনেক সময়ই বিশেষ কিছু দিনে তুলসী মঞ্জরী অর্পণ করে থাকেন অনেকেই। শ্রীকৃষ্ণকে তুলসী মঞ্জরী অর্পণ করা শুভ বলেও মনে করা হয় শাস্ত্র মতে। আরা তুলসী গাছকে দীর্ঘদিন সুন্দর রাখতে অনেকেই মঞ্জরী তুলে ফেলে দেন। তবে মঞ্জরওী বিশেষ একটি দিনে তোলা শুভ। সপ্ত♛াহ বা মাসের সব দিনই তুলসী গাছের মঞ্জরী তুলে ফেলা শুভ নয়। এতে সংসার ও জীবনে নানান অশান্তি তৈরি হয় বলে মত শাস্ত্রজ্ঞদের।
বলা হয় বাড়িতে তুলসী গাছ থাকলে, সন্ধ্যার সময় সেখানে প্রদীপ জ্বালানো খুবই শুভ। বলা হচ্ছে, সূর্যাস্তের সম🌺য়, বিকেল ৫ টা থেকে ৬ টার মধ্যে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো শুভ। মনে করা হয়, এরফলে মা লক্ষ্মী ঘরে স্থায়ীভাবে বসবাস করেন। তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে।
বলা হয়, ဣশাস্ত্র অনুসারে সূর্যোদয়ের সময় তুলসী গাছকে সূর্যোদয়ের সময় পুজো করা খুবই শুভ। তাতে সংসারে ফেরে সুদিন। মনে করা হয়, সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করে তুলসী গাছে জল দিলে তাতে আর্থিক কষ্ট দূর হয়।