প্রতি বছর আনন্দের সঙ্গে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী। এদিনই জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ। ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে কৃষ্ণের জন্ম হয়েছিল। এদিন কৃষ্ণের বালক রূপের বা নাড়ু গোপালের পুজো করা হয়। চলতি বছর অগস্ট মাসের ৩০ তারিখ কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে।অষ্টমী তিথি শুরু- ২৯ অগস্ট, রবিবার রাত ১১টা ২৫ মিনিটে।অষ্টমী তিথি সমাপ্ত- ৩০ অগস্ট, সোমবার, রাত ১টা ৫৯ মিনিটে।জন্মাষ্টমী পুজোর শুভক্ষণ-রোহিণী নক্ষত্ররোহিনী নক্ষত্র শুরু- ৩০ অগস্ট, সোমবার সকাল ৬টা ৩৯ মিনিটে।রোহিণী নক্ষত্র শেষ- ৩১ অগস্ট, মঙ্গলবার সকাল ৯টা ৪৪ মিনিট।রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী পুজোর শুভক্ষণ৩০ অগস্ট, রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১২টা ৪৪ মিনিট পর্যন্ত পুজোর শুভক্ষণ। ৩০ অগস্ট রাত ১টা ৫৯ মিনিট পর্যন্তই রোহিণী নক্ষত্র থাকবে। তাই ৩০ অগস্টই জন্মাষ্টমী পালিত হচ্ছে। এই সময় অনুযায়ী ৪৫ মিনিটের মধ্যে পুজো সম্পন্ন করতে হবে।জন্মাষ্টমী ব্রতভঙ্গের সময়৩১ অগস্ট সকাল ৯টা ৪৪ মিনিটের পর পারণ করা যাবে।গুরুত্বজন্মাষ্টমীর দিন নিয়ম মেনে কৃষ্ণের পুজো করলে সমস্ত মনোস্কামনা পূর্ণ হয়। এমনকি এর প্রভাবে নিঃসন্তান দম্পতিও সন্তান লাভ করতে পারে। ে।