পূর্ণিমা তিথি প্রতি মাসেই বিশেষ মাহাত্ম্য রাখে। পূর্ণিমা তিথিতে বহু ধরনের শুভ কাজ করা হয়। প্রতি মাসে পূর্ণিমা তিথি আসে। আর সেই তিথিতে স্নান দানের মতো পূণ্য করার সুযোগ আসে। আসন্ন সময়ে বছরের শেষ পূর্ণিমা তিথি আসছে। আর এই পূর্ণিমা তিথি সত্যনারায়ণ পুজোর জন্য খুবই শুভ। অনেকেই এই তিথিতে লক্ষ্মীপুজো করে থাকেন। দেখা যাক, বছরের শেষ ꧋পূর্ণিমা কবে।
পূর্ণিমা কবে?
বছরের শেষ মাসকে দেশের বহু প্রান্তেই মার্💙গশীর্ষ মাস বলা হয়। আসন্ন সময়ে এই মাসের পূর্ণিমা আসতে চলেছে। সেই পূর্ণিমাই বছরের শেষ পূর্ণিমা হবে। আগামী ১৪ ডিসেম্বর পড়ছে পূর্ণিমা। সেদিন অর্থাৎ, শনিবার পড়ছে পূর্ণিমা। ১৪ ডিসেম্বর বিকেল ৪ টে ৫৮ মিনিটে এই পূর্ণিমা তিথি পড়ছে। আর তিথি শেষ হচ্ছে ১৫ ডিসেম্বর দুপুর ২ টো ৩১ মিনিটে। এই মার্গশীর্ষ পূর্ণিমা ১৫ ডিসেম্বর পালিত হবে। অর্থাৎ রবিবার পড়ছে পূর্ণিমা।
( Bangladesh Education and Mujib: ♚বাংলাদেশের পাঠ্যক্রমে থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে মুজিবরের ইতিহাস? আসছে আমূল বদল)
( SSC Recruitment Scam Arrest:একই দিনে অর্পিতার জামিন,আরও এক পার্থ ঘনিষ্ঠের গ্রেফতারি! SSC দুর্নীতি কাণ্ড꧑ে CBIর জালে সন্তু)
(Pakistan Violence Latest: ইসলামাবাদ যেন দুর্গ! পাকিস্তানে ইমরান সমর্থকদের মিছিল ঘিরে রণক্ষেত♌্র, মৃত ৫)
ব্রহ্ম মুহূর্তের সময়:-
পূর্ণিমার দিনে সূর্যোদয় হবে সকাল ৭ টা ০৬ মিনিটে। 𒐪সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫ টা ২৬ মিনিটে। চন্দ্রোদয় সন্ধ্যা ৫ টা ১৪ মিনিটে। ব্রহ্ম মুহূর্ত ভোর ৫ টা ১৭ মিনিট থেকে ভোর ৬ টা ১২ মিনিচ পর্যন্ত। গোধূলি মুহূর্ত হল সন্ধ্যআ ৫ টা ২৪ মিনিট থেকে ৫ টা ৫১ মিনিট পর্যন্ত। অমৃতকাল সন্ধ্যা ৬ টা ০৬ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ৩৬ মিনিট পর্যন্ত।
( Navjyot Sidhu:নাছোড় সিধু! ট্রো꧅লের পর স্ত্রীর ক্যানসার লড়াইয়ের ডায়েটের বিস্তারিত প্রকাশ নভজ্যোতের,‘নোবেল জয়ী গবেষণায়..')
( Etah Violence Latest News: সম্ভালের পর হিংসা ছড়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাল উত্তর প্রদেশের এটাহতে! ওয়াকফ সম্পত্তি ঘিরে উত্তেজনা)
অমাবস্যা কবে?
চলতি ব🐻ছরের শেষে শনিবার পড়ছে অমাবস্যা। আগামী ৩০ নভেম্বর পড়ছে অমাবস্যা। সেই দিনটি হল শনিবার। সেদিন সকাল ১০.২৯ মিনিটে পড়বে অমাবস্যা তিথি। তিথি শেষ হবে ডিসেম্বর মাসের ১ তারিখ অর্থাৎ রবিবার ১১.৫০ মিনিটে।