উত্তরপ্রদেশের বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের কাছে আজ সকালেই ছুটে গিয়েছেন ভারতের কিংবদন্তী ক্রিকেট তারকা বিরাট কোহলি। সদ্য তিনি টেস্ট ক্রিকেট থেকে নিয়েছেন অবসর। আর বিরাটের সেই অবসর ঘোষণার পরই তিনি স্ত্রী অনুষ্কার সঙ্গে পৌঁছেছেন উত্তর প্রদেশের বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের কাছে।
এই প্রথম নয়। আগও বিরাট কোহলি পৌঁছেছিলেন প্রেমানন্দজি মহারাজের কাছে। প্রেমানন্দজির বহু বার্তাই নানান সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জীবনে কঠিন সময়, যখন সহজে পথ পাওয়া যায় না, তখন সেই পথ দেখানোর জন্য প্রেমানন্দজির বাণী অনুপ্রেরণা যুগিয়ে থাকে অনেককে। দেখে নেওয়া যাক, প্রেমানন্দজির কিছু অনুপ্রেরণাদায়ক বাণী।
প্রেমানন্দজির অনুপ্রেরণাদায়ক বাণী:-
১) ‘কেউ কাউকে দুঃখ দেননা, কর্মই দুঃখ হয়ে আসে সেই মানুষটির রূপে।’
২) ‘রাগ কমানোর একটাই উপায়, কারোর আমাদের প্রতি কী কর্তব্য আছে সেটা না ভেবে, আমাদের তাঁর প্রতি কী কর্তব্য সেটা ভাবা উচিত।’
৩) ‘গুরুর নাম জপ করুন, সংখ্যা গুণে নয়, নিজেকে সমর্পিত করে তবেই জপ করুন’।
৪) 'শোকার্তদের কষ্ট দিও না, কারণ তারা কাঁদবে, যদি শোকার্তদের প্রভু শোনেন, তাহলে তোমার কী হবে?'
৫) 'ভালোবাসার চেয়ে বড় কোন ধর্ম নেই, প্রকৃত ভক্তি ঈশ্বরের দিকে নিয়ে যায়, সত্যকে আলিঙ্গন করে এবং শান্তি খুঁজে পায়।'
( পাহাড়ি জঙ্গলের ভিতর চলল ‘অপারেশন সংকল্প’, ছত্তিশগড়-তেলাঙ্গানা সীমান্তে নিহত ৩১ মাওবাদী)
( বুদ্ধ পূর্ণিমার রাতেও ধেয়ে এসেছিল পাক ড্রোন! আজ দেশের বহু শহরে বাতিল ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার বিমান)
৬)'মানসিক শান্তি কেবল বর্তমানের মধ্যে বাস করলেই আসে, কারণ অতীত এবং ভবিষ্যৎ কেবল'।
( পাকিস্তান যে জঙ্গিকে সাধারণ ‘ফ্যামিলি ম্যান’ দাবি করছে সেই হাফিজ রউফ কে? 'কীর্তি' বহু)
( আসন্ন শনি অমাবস্যায় মে মাসের শেষে নয়া খেলা ঘোরাবেন কর্মফলদাতা! লাকি কারা?)
৭)'ভালোবাসা হলো আত্মার প্রকৃত খাদ্য, এটাই আমাদের পৃথিবীর দুঃখ থেকে মুক্তি দেয়।'
৮) 'মানুষের উচিত প্রকৃত ভক্তিতে ডুবে থেকে তার জীবনকে অর্থবহ করে তোলা, কারণ প্রেমই প্রকৃত ধর্ম।'
৯) ‘প্রকৃত অগ্রগতি হলো সময়ের সাথে সাথে আপনার চিন্তাভাবনা এবং কর্মকাণ্ডের পরিবর্তন।’
১০) 'অন্যদের ক্ষমা করা আপনার মনকে শান্তি দেওয়ার সবচেয়ে কার্যকর উপায়।'