আদালতের নির্দেশ মাফিক এজলাসে হাজিরা দিয়ে এক বছরের পুরোনো একটি মামলায় জামিন পেয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের মোট ন'জন সাংসদ। এঁদের মধ্যে রয়েছেন - ডেরেক ও'ব্রায়েন, সাকেত গোখলে, দোলা সেন, অর্পিতা ঘোষ, সাগরিকা ঘোষ, বিবেক গুপ্তা, নাদিমুল হক, আবীররঞ্জন চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচন চলাকালীন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে কেন্দ্রের মোদী সরকার ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছে, এই অভিযোগ তুলে রাজধানীতে প্রতিবাদের রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস।
লোকসভা নির্বাচনের মাঝেই দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে ধরনায় সামিল হন উপরোক্ত আটজন তৃণমূল সাংসদ-সহ ১০ জন। এর জন্য তাঁদের গ্রেফতার করা হয়। দিল্লি পুলিশের বক্তব্য ছিল, আইন ও নির্দেশিকা ভেঙে ওই অবরোধ করা হয়েছিল। অন্যদিকে, এই গণ-গ্রেফতারি আদতে বিজেপির প্রতিশোধমূলক রাজনীতির অংশ ছিল বলে পালটা অভিযোগ করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
একবছরের পুরোনো সেই মামলায় তৃণমূল কংগ্রেসের অভিযুক্ত ন'জন সাংসদকে আদালতে সশরীরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। সেই মতো আজ (মঙ্গলবার - ১৩ মে, ২০২৫) দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অভিযুক্ত আট সাংসদ হাজিরা দেন। কেবলমাত্র বিবেক গুপ্তা এদিন আদালতে সশরীরে উপস্থিত ছিলেন না। তিনি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন।
আদালত সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর শর্তসাপেক্ষে নয় তৃণমূল সাংসদকেই জামিন দেয়। জানা গিয়েছে, প্রত্যেককেই ১০ হাজার টাকার বন্ডের বিনিময়ে এই জামিন দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২১ মে।