চলতি সপ্তাহেই ফের শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ২০২৫, জানিয়ে দিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড একপ্রকার বাধ্য হয়েই গত বৃহস্পতিবার থেকে আইপিএল স্থগিত রাখার কথা জানিয়েছিল। কিন্তু ১০ দিনের মাথায় ফের একবার আইপিএল ২০২৫ শুরু করে দিতে চলেছে আইপিএলের গভার্নিং কাউন্সিল।
ভারত পাকিস্তান অশান্তি শুরু হয়েছিল গত সপ্তাহের বুধবার থেকে। তবে বুধবারের কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ শেষ হয়েছিল কোনও অসুবিধা ছাড়াই। তবে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার আইপিএলের ম্যাচ ধর্মশালায় মাঝপথেই থেমে গেছিল ব্ল্যাকআউটের জেরে। এরপর শুক্রবারই আইপিএল স্থগিত হয়ে যায়।
বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, যে এক সপ্তাহের জন্য লিগ স্থগিত হয়েছে। প্রথমে মনে হয়েছিল হয়ত কথার কথা বলছে বোর্ড, কিন্তু আসলে সেটাই করে দেখাল বিসিসিআই। দুদিন আগেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়, এরপরই আশা করা হচ্ছিল দ্রুত আইপিএল ২০২৫ শুরু হবে, তবে কবে থেকে হবে সেটা জানা যাচ্ছিল না। এদিন অর্থার সোমবারই সূচি প্রকাশ করে দেওয়া হল।
বিসিসিআইয়ের তরফে জানানো হয় যে IPL 2025-র বাকি ১৭টি ম্যাচ হবে ৬টি ভেনু জুড়ে। যদিও এই ভেনুগুলোর মধ্যে রাখা হয়নি ইডেন গার্ডেন্সকে। রয়েছে বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই এবং আমদাবাদ। মে মাসের ১৭ তারিখ থেকে শুরু হবে ফের আইপিএল। পরের দুটি রবিবারই থাকছে ডাবল হেডার, অর্থাৎ দুটি করে ম্যাচ হবে সেদিন।
প্লে অফের সূচি কেমন?
প্লে অফের পরিবর্তিত সূচিতে প্রথম কোয়ালিফায়ার হবে মে মাসের ২৯ তারিখ। এরপর মে মাসের ৩০ তারিখ হবে এলিমিনেটর। জুনের ১ তারিখ হবে কোয়ালিফায়ার ২। ফাইনাল হবে ৩রা জুন অর্থাৎ মঙ্গলবার। এখনও পর্যন্ত আইপিএলের প্লে অফের ভেনু ঘোষণা করেনি বোর্ড, প্লে অফের আগেই তা ঘোষণা করা হবে।
একঝলকে IPL 2025-র পরিবর্তিত সূচি-
রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ হবে ১৭ মে, বেঙ্গালুরুতে
রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ ১৮ই মে হবে জয়পুরে
১৮ই মে গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হবে দিল্লিতে
১৯ মে লখনউ সুপার জায়ান্ট বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ লখনউতে
২০ মে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ দিল্লিতে
২১ মে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হবে মুম্বইতে
২২ মে গুজরাট টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টের ম্যাচ আমদাবাদে
২৩ মে বেঙ্গালুরুতে আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ
২৪ মে শনিবার জয়পুরে দেওয়া হয়েছে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ
২৫ মে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ আমদাবাদে
২৫ মে সানরাইজার্স হায়দারাবদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিল্লিতে
২৬ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ জয়পুরে
২৭ মে লখনউ সুপার জায়ান্ট বনাম আরসিবির ম্যাচ লখনউতে